Terms and Conditions for Employees
Home » Terms and Conditions for Employees
শর্তাবলি সমূহঃ-
- সর্বদা নিজের সততা বজায় রাখতে হবে।
- নিজ দায়িত্বে প্রজেক্ট সম্পর্কিত সকল গোপনীয় তথ্য এবং অভ্যন্তরীণ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।
- CEO এর নির্দেশনা/পরিকল্পনা অনুযায়ি কাজ শেষ করতে হবে।
- প্রজেক্টে শেষ হওয়ার পর প্রজেক্টের স্যাম্পোল যেকোন কাজে ব্যবহার করতে পারবে যেমন Social Media, ফ্রিল্যান্সিং প্লোফাইল ইত্যাদি। ( নোটঃ ক্লাইন্টের সাইটের লিংক ব্যবহার করা যাবে না )
- কারো ব্যক্তিগত লাভ বা প্রতিযোগী ব্যবসার সুবিধার জন্য ওয়েব ট্যালেন্ট ল্যাবের ক্লায়েন্টদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোন Social Media থেকে যোগাযোগ করার চেষ্টাও যাবে না।
- প্রজেক্টে শেষ হওয়ার পর CEO এর অনুমতি ছাড়া ক্লাইন্টের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না।
- কোন ব্যাক্তি চাইলে যেকোন সময় কাজ করতে অস্বীকার করতে পারে। ( নোটঃ তবে সর্বনিম্ন ৭ দিন আগে CEO কে মেইলের মাধ্যমে জানাতে হবে।
- মাসিক কোন বেতন নির্ধারন করা হবে না। ( নোটঃ প্রতিটি প্রজেক্টের উপর ভিত্তি করে বাজেট নির্ধতির হবে )
- প্রজেক্টের বাজেট CEO দ্বার নির্ধতির হবে। ( নোটঃ অরজিনাল ক্লাইন্টের বাজেট অথবা প্রাপ্য মুল্য আমি কখনো দিতে পারবো না বা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় । তবে প্রজেক্টের উপর ভিত্তি করে CEO দ্বার একটা সম্মানজনক বাজেট নির্ধতির হবে )
- কোন কারনে প্রজেক্ট ক্যানসিল হলে, কেউ কোন অর্থ দাবি করতে পারবে না।
- প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর সমস্ত জটিলতা শেষ হলে, নিজ দায়িত্বে নির্ধতির বাজেট পেীছে দেবে।
- CEO তার বিবেচনার ভিত্তিতে এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করাতে পারে।